ময়মনসিংহের তারাকান্দায় গতকাল বাস-ট্রাক সংঘর্ষে এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া বরিশালে অ্যাম্বুলেন্স উল্টে পাঁচজন এবং ব্রাহ্মণবড়িয়া যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩০ শ্রমিক আহত হয়েছেন। রবিবার রাত খেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- ময়মনসিংহ : তারাকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে এক যাত্রী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। গতকাল সকালে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের বকশীমূল সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম লুৎফর রহমান (৪৫)। তার বাড়ি শেরপুরের নকল উপজেলায়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং তারাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হয়েছে। বরিশাল : গৌরনদীতে লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে পাঁচজন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া : সরাইলে যাত্রীবাহী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে যায়। এতে বাসযাত্রী ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।