কুষ্টিয়ার কুমারখালীতে গতকাল পাট জাগ দিতে গিয়ে নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ছাড়া পানিতে ডুবে কুমিল্লার চৌদ্দগ্রামে দুই স্কুলছাত্রী এবং পটুয়াখালীর কলাপাড়ায় এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কুষ্টিয়া : কুমারখালীতে মারা গেছেন চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামের জাহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে জিহাদ (৯)। এর মধ্যে জাহিদুল কুষ্টিয়া পল্লী ও দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কার্যালয়ের কর্মচারী। এলাকাবাসী জানান, দুপুরে পাট জাগ দেওয়া শেষে ছেলেকে কাঁধে নিয়ে মরা কালীগঙ্গা নদীর মাঝ থেকে তীরে ফিরছিলেন জাহিদুল। হঠাৎ জাহিদুল পানিতে ডুবে যায়। এরপর ছেলে জিহাদ তাকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়। কুমিল্লা : চৌদ্দগ্রাম উপজেলার সাকছি গ্রামের মোহাম্মদ দাউদের মেয়ে ফাতেমা ইয়াসমিন ও আবদুল কাদেরের মেয়ে জান্নাতুল ফেরদাউস পানিতে ডুবে মারা যায়। তারা নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আবুবক্কর (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মেহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।