বরিশালের উজিরপুরে প্রকাশ্যে বাজারে একজনকে পেটানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, সড়কের ওপর পড়ে থাকা রক্তাক্ত একজনকে চার-পাঁচ যুবক পেটাচ্ছে। বলতে শোনা গেছে, সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি বুধবার উপজেলার ধামুরা বাজারে ঘটেছে। হামলার শিকার যুবকের নাম মো. সোহেল রানা। তাকে রক্ষা করতে গিয়ে বাবা আবু বক্কর (৭০) ও স্ত্রী নেহারু বেগমও আহত হয়েছেন। হামলার নেতৃত্বে ছিলেন সাব্বির ব্যাপারী নামে এক যুবক।
উজিরপুর মডেল থানার ওসি আবদুস সালাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ধামুরা বাজারে দুই পক্ষের মারামারি হয়েছে। এ ঘটনায় এক পক্ষ মামলা দিয়েছে। অন্য পক্ষ থানায় এসেছে। সোহেল রানা বলেন, হামলাকারীরা তার প্রতিবেশী। তার কাছে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তাকে পেটানো হয়। অভিযুক্ত সাব্বিরের বাবা সেলিম ব্যাপারী বলেন, প্রতিবেশী সোহেল তাদের দুই শতাংশ জমি দখল করেছে। সাব্বির ও স্ত্রী জমিতে গেলে সোহেল রানা হামলা করে। সাব্বিরের ঘনিষ্ঠরা খবর পেয়ে সোহেলকে পিটিয়েছে।