চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার মামলায় হাম্মাদ আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমীনের লাঠিয়াল বাহিনীর প্রধান হিসেবে পরিচিত। জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামের করা মামলায় সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। হাম্মাদ আলী পৌর এলাকার বড়ইন্দারা মহল্লার বাসিন্দা। ওসি মতিউর রহমান বলেন, এ সত্যতা নিশ্চিত করেছেন।