নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবদুল হালিম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি খাজুরা গ্রামের আবুল কালামের ছেলে। খাজুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, গতকাল নিজের পুকুরের পানি সেচ দিতে গিয়ে মোটরের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল হালিমের মৃত্যু হয়েছে। এদিকে মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫০) নামের আরেক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ভাটপাড়া গ্রামের ফরোতুল্লাহর ছেলে। স্থানীয়রা জানান, গতকাল জমিতে সেচ দেওয়ার সময় পাম্পের তারে বিদ্যুতায়িত হন শওকত। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।