চুয়াডাঙ্গা পৌর এলাকায় অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। তাদের কাছ থেকে পাঁচটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে শহরের কলোনিপাড়া থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মঞ্জু হোসেন (৫২) ও মোহাম্মদ রাতুল (২২)। আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্রসহ তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, সেনাবাহিনীর সদস্যরা দুজনকে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।