ছাত্র আন্দোলনের সময় করা মামলায় নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা, ধামগড় ইউপি চেয়ারম্যান কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কামাল হোসেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য। ওসি লিয়াকত আলী বলেন, ‘কামাল হোসেনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’