গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মোড়ানো যুবকের খণ্ডিত লাশের অর্ধগলিত মাথা উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় টঙ্গীর বনমালা রেলগেট এলাকার ফকরুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের টয়লেটের ফলস ছাদ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় সেই অর্ধগলিত মাথাটি উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ফেলে যাওয়া ট্রাভেল ব্যাগে মোড়ানো যুবকের খি ত লাশ উদ্ধার করেন পূর্ব থানা পুলিশ। পরে পিবিআই পুলিশ আঙুলের ছাপ থেকে তার পরিচয় নিশ্চিত করেন।
নিহত যুবকের নাম মোহাম্মদ অলি (৩৭)। তিনি নরসিংদী সদরের করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। পেশায় বাসের হেলপার ছিলেন অলি। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের স্ত্রী টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন।
এদিকে হত্যাকে র ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে বনমালা এলাকা থেকে ওই যুবকের খি ত মাথাটি উদ্ধার করা হয়।