গোপালগঞ্জের মুকসুদপুরে বিষ দিয়ে জমির ধান নষ্ট করা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছে। উপজেলার পশ্চিম বাহাড়া গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। মুকসুদপুর থানার এসআই অলক কুমার সাহা জানান, জমি নিয়ে পশ্চিম বাহাড়া গ্রামের আক্কাস সরদারের সঙ্গে সহিদ সরদারের শত্রুতা রয়েছে। রবিবার সকালে সহিদ ও তাঁর লোকজন আক্কাসের ১ বিঘা জমির ধান বিষ দিয়ে পুড়িয়ে দেন। বাধা দিলে তাঁরা আক্কাস ও তাঁর লোকজনের ওপর হামলা চালান। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ছয়জনকে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।