জুয়ার আসর থেকে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে আটক করে যৌথ বাহিনী। তবে আদালতে নেওয়ার ৩ ঘণ্টার মধ্যেই গতকাল বিকালে তাদের জামিন দেওয়া হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে শহরের ভিক্টোরিয়া শতাব্দী ক্লাব থেকে তাদের আটক করা হয়। এসময় ১ লাখ ৪৯ হাজার ৪১০ টাকা এবং ১৬ সেট তাস জব্দ করা হয়। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলা বিএনপি সভাপতি আজগর আলীর নেতৃত্বে শতাব্দী ক্লাবে জুয়ার আসর বসত। সেখানে গভীর রাত পর্যন্ত জুয়ার পাশাপাশি মাদকের আসরও বসানো হতো। মঙ্গলবার রাতে যৌথবাহিনী তাদের হাতেনাতে আটকের পর থানায় হস্তান্তর করে। গতকাল তাদের আদালতে পাঠানো হয়। বিকাল ৪টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ্র তাদের জামিন মঞ্জুর করেন। আদালত পরিদর্শক লুৎফর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন। বিকাল ৪টার দিকে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।