পালিয়ে যাওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ইয়াসিন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মাঝিয়াকান্দি গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর ভাই গতকাল ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন। ওসি ওবায়দুর রহমান বলেন, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। ওই মাদরাসাছাত্রীর সঙ্গে প্রেম ছিল ইয়াসিন মিয়ার। প্রেমিক ইয়াসিন তাকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।