ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি নেতাদের ওপর বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকার ডাকবাংলো মোড়ে গতকাল এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। প্রায় আধা ঘণ্টা মহাসড়কে চলাচল বন্ধ থাকে। উভয় পাশে সৃষ্টি হয় যানজট। কর্মসূচি শেষে চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রবিবার নির্বাচন কমিশনের শুনানিকালে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) আতাউল্লাহ ও তাঁর সহযোগীদের ওপর রুমিন সমর্থকরা অতর্কিত হামলা চালান। তাঁরা অবিলম্বে রুমিন ফারহানাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।