গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মামুন রহমান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল ঢাকা-রংপুর মহাসড়ক গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন রহমান দিনাজপুর পৌরসভার নয়নপুর এলাকার মাহাবুব আলমের ছেলে। গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ওই যুবক বিক্রির উদ্দেশ্যে গাঁজা পরিবহন করছিলেন। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।