আবহাওয়া অনুকূলে থাকায় নাটোরের লালপুরে পাটের বাম্পার ফলন হয়েছে। পাট কাটা ও জাগ দেওয়াসহ সোনালি আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পুকুর, খাল, বিল, নালা ও জলাশয় এবং পদ্মা নদীতে পানি বেশি থাকায় পাট জাগ দিতে সমস্যা হচ্ছে না, জানান কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকায় নারী-পুরুষ আঁশ ছাড়ানো, রোদে শুকিয়ে হাট ও বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছেন। হাটবাজারে পাট প্রতি মণের মূল্য ৩১০০ থেকে ৩৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এ বছর লালপুর উপজেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ২১৫ হেক্টর। চাষ হয়েছে ৭ হাজার ৫৭০ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। পাটের চাষ বৃদ্ধির লক্ষ্যে এ বছর কৃষি বিভাগ থেকে ১ হাজার ১৫০ কৃষককে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ফলন ভালো হয়েছে। পাটের দাম বেশি থাকায় কৃষকরা লাভবান হবেন, আশা করা যাচ্ছে।