পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে উত্তরাঞ্চলের কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ সব নদনদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। তিস্তা নদীর পানি এখন বিপৎসীমা ছুঁইছুঁই করছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, আবারও নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এখন বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, নতুন করে নদনদীর পানি বাড়ায় আবারও বন্যার আশঙ্কা করছেন নদী পাড়ের বাসিন্দারা। রাজারহাট উপজেলার বুড়িরহাট তিস্তা পাড়ের খবির মাহমুদ জানান, কয়দিন আগেও তিস্তার পানি বেড়ে আমন বীজতলা তলিয়ে যায়। ওই বীজতলা নষ্ট হয়ে যায়। আবার পানি বাড়ছে। এক সপ্তাহ আগেও সব নদীর পানি বেড়ে চর ও দ্বীপচরাঞ্চলের মানুষের আবাদি জমির ফসল পানিতে তলিয়ে যায়। অনেক ফসল নষ্ট হয়ে যায়। ফের বন্যা হলে সদ্য রোপণ করা আমনসহ অন্য ফসল ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।