চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় তাসলিমা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাসলিমা যাদুপুর গ্রামের মশিউর রহমানের মেয়ে। জিআরপি আমনুরা ফাঁড়ির ইনচার্জ এসআই আইনুল হক বলেন, ‘স্থানীয় শিশুদের সঙ্গে রেললাইনের পাশে খেলা করছিল তাসলিমা। রাজশাহী থেকে রহনপুরগামী পুনর্ভবা-মল্লিকা ট্রেন তাসলিমাকে ধাক্কা দেয়।’