গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আবদুল্লাহ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ রামজীবন এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার আসাদুজ্জামান টুটুলের ছোট ছেলে। বিষয়টি নিশ্চিত করেন রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা সরকার।
স্থানীয়রা জানান, নিজেদের টিনসেড ঘরের বারান্দার ছাদে ওঠে আবদুল্লাহ। এ সময় ঘরের টিনের সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ ঘটে স্পৃষ্ট হয় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।