লালমনিরহাটের বহুল আলোচিত একাধিক ছিনতাই মামলার আসামি মো. মাসুদ রানাকে (১৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়। গতকাল সকালে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে কিশামত গোড়ল থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়।