সুনামগঞ্জে নিখোঁজের তিন দিন পর সুরমা নদী থেকে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে দিরাই উপজেলার শরিফপুর গ্রামের পাশের সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মাওলানা মুশতাক জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে জমিয়তের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। তিনি স্থানীয় বড়মোহা কওমি মাদরাসায় শিক্ষকতা করতেন। তার বাড়ি শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামে। জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী জানান, মঙ্গলবার রাতে সুনামগঞ্জ-দিরাই সড়কের মদনপুর মোড় থেকে নিখোঁজ হন মাওলানা মুশতাক। ওই দিন রাত সাড়ে ১১টা পর্যন্ত তাকে সেখানে দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এরপর থেকে তিনি নিখোঁজ হলে পরিবার ও দলের পক্ষ থেকে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয় এবং শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম রাসেল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পানিতে থাকার কারণে শরীর ফুলে যাওয়ায় আঘাতের চিহ্ন রয়েছে কি না বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।