ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার মনিয়ন্দ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতারা হলেন- কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) ও মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে চালক সাদেক মিয়া (৩৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোরিকশাটি আখাউড়ার গিরিশনগর গ্রামে যাচ্ছিল। পথে মনিয়ন্দের দীঘিরযান এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।
গাজীপুর : কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-রাজশাহী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নিলয় দাস (৩৭)। তিনি ঢাকার ধামরাই উপজেলার বাসিন্দা।