বগুড়ায় খাবার অনুপযোগী বিটলবণ তৈরি করে বাজারজাত করার দায়ে কবির হোসেন নামের এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শহরের দক্ষিণ ফুলবাড়ী এলাকায় কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া এ অভিযান চালায়। এ সময় খাবার অযোগ্য ৬০ বস্তা বিট লবণ জব্দ করা হয়।
ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, চামড়ায় ব্যবহার করার লবণ ও ইন্ডাস্ট্রিয়াল লবণে অননুমোদিত টেক্সটাইল কালার ব্যবহার করে খাবার অনুপযোগী বিট লবণ তৈরি করা হচ্ছিল, যা স্বাস্থ্যের জন্য একেবারেই অস্বাস্থ্যকর। এসব লবণ বগুড়া ও আশপাশের জেলায় সরবরাহ করা হতো। কবির হোসেন ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন।