ফরিদপুরের আলফাডাঙ্গায় হামলা এবং বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কলেজ রোড থেকে গতকাল সকালে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, উপজেলা যুবদলের রমজান মোল্যা, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আরব আলী ও আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম।
আলফাডাঙ্গা থানার ওসি শাহজালাল আলম বলেন, শুক্রবার রাতে হামলার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এ মামলার আসামি বিএনপি নেতা খোশবুর রহমান খোকনসহ চারজনকে গ্রেপ্তার করে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। মামলাটি করেন বোয়ালমারী উপজেলার কুমড়াইল গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা বনি আমিন।
এ মামলায় বনি আমিন ও এ কে এম উজ্জ্বল হোসেনকে মারধরের অভিযোগ আনা হয়।