সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফরিদুল ইসলাম ওরফে বিটকেলকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে র্যাব-১২ এর একটি দল সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ফরিদুল ইসলাম রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের বাদশা সেখের ছেলে। র্যাব-১২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এ তথ্য জানান।