মাদারীপুরে সরকারি অর্থ ও এতিমখানার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রধান কার্যালয়ের নির্দেশে গত বৃহস্পতিবার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমান অনু বাদী হয়ে মামলাটি করেন। অভিযুক্তরা হলেন শাহ মাদার দরগাহ শরিফের সুপার মোহাম্মদ আল আমিন এবং শহর সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে। তিনি বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত। দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক সব সময় জিরো টলারেন্স। নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাহ মাদার দরগাহ শরিফ এতিমখানার অনুদান আত্মসাতের অভিযোগ প্রমাণ হওয়ায় অভিযুক্ত দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রহণের প্রক্রিয়া চলছে। দুদকের অনুসন্ধানে জানা যায়, দুই কর্মকর্তা যৌথভাবে সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মাধ্যমে আর্থিক সুবিধা নিয়েছেন। তারা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় মৃত ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নামে ভুয়া ফাইল তৈরি এবং জাল ব্যাংক হিসাব খুলে সরকারি অর্থ উত্তোলন করেছেন। এ ছাড়া ইসলামী ব্যাংক মাদারীপুর শাখায় প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য ডিপোজিট স্কিমের অর্থে অনিয়ম করেছেন ৪৭ লাখ টাকা। শাহ মাদার দরগাহ শরিফ এতিমখানার অনুদানের ১১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। সব মিলিয়ে আত্মসাৎকৃত অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ১ লাখ টাকা।