বগুড়ায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করার পাশাপাশি বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। গতকাল বেলা আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের উত্তর চেলোপাড়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন ধরে বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার নারুলী ও সান্দার পট্টির মধ্যে মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে নারুলী এলাকার কয়েকজন যুবক বটতলা মোড়ে সান্দার পট্টির তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর আহতদের মধ্যে দুজন মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়লে সান্ধার পট্টি এলাকার শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে নারুলী এলাকায় হামলা চালায়। এ সময় অন্তত ৩০টি বাড়িতে ভাঙচুর, চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।