গাজীপুরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তার নগ্ন ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত যুবককে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার সুজন মিয়া (৩৫) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা (তালুকঘোড়া) গ্রামের শুক্কুর আলীর ছেলে। মঙ্গলবার র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুজন মিয়া ওই গৃহবধূর স্বামীর পূর্বপরিচিত থাকার সুযোগে প্রায়ই গাজীপুরের কাশিমপুরে যাতায়াত করতেন। ১৮ মে সকালে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে সুজন প্রবেশ করেন। এরপর জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        