পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় বাসচাপায় নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর তিন আরোহী।
সোমবার সকাল পৌনে ১০টায় কদমতলা এলাকায় পিরোজপুর-নাজিরপুর আঞ্চলিক সড়কের ভৈরমপুর সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালমান কাজী (২২) একই এলাকার মো. হান্নান কাজীর ছেলে। আহত সোহাগ (২১), মান্না (২০) ও রুবেল (২০)-কে পিরোজপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, সকালে নাজিরপুর থেকে পিরোজপুরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সালমান মারা যান। এসময় আহত হন তার তিন সঙ্গী। দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক-হেলপার পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা