নোয়াখালী জেলা সদরের দুই ইউনিয়নে নির্বাচন বন্ধ করে রাখার প্রতিবাদে সমাবেশ হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, নোয়াখালী ইউনিয়ন ও অশ্বদিয়া ইউনিয়নের মধ্যে সীমনা নিয়ে আদালতে মামলা থাকায় গত ২২ বছর থেকে নির্বাচন হচ্ছে না। এ কারণে সালিশ, বিচার ও উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নবাসী। মামলার অজুহাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা ক্ষমতা আকড়ে রেখে টিআর, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ লুটপাট করছে।
নোয়াখালী ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. নিজাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম, ইউনিয়ন বিএনপির সভাপতি আশ্রাফ হোসেন আবু, অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলু।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ