পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগের ২ কর্মী গুরুতর জখম হয়েছে। গতরাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধুলাসর ইউনিয়নের চর চাপলী ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। আহত ২ ছাত্রলীগ কর্মী হলেন সোহাগ (১৫) ও শাহিন (১৬)।
স্থানীয়রা তাৎক্ষণিক তাদেরকে উদ্বার করে কলাপাড়া হাসাপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে একই রাতে বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থতি ও অাতঙ্ক বিরাজ করছে।
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান উজ্জল জানান, আহত সোহাগ এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে ও শাহিন চর চাপলী ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। কী কারণে ছাত্রলীগের এ কর্মীদেরকে কুপিয়েছে তা আমি জানি না। তবে যারা এ ঘটনাটি ঘটিয়েছে তারা ছাত্রলীগের কেউ নয়।' ধুলাসর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জলিল মাস্টার জানান, বিষয়টি শুনেছি। আমি বর্তমানে ঢাকায় রয়েছি। বিস্তারিত কিছুই জানি না।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ