'মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড' টাঙ্গাইল জেলা শাখার পূর্ণাঙ্গ দুইটি কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মাহদুর রহমান খান বিপ্লবকে সভাপতি ও পলাশ আল মাসুদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গত ১০-৯-১৫ ইং তারিখে অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। পরে গত ২৩ ফেব্রুয়ারি ওমর ফারুক বিপ্লবকে সভাপতি ও রাশেদ খান মেননকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার অনুমোদন দেন। পাল্টাপাল্টি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার কমিটি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
আজ শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে মাহদুর রহমান বিপ্লব জানান, গত বছর ১০ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা স্বাক্ষরিত মাহদুর রহমান খান বিপ্লবকে সভাপতি ও পলাশ আল মাসুদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। সংবাদ সম্মেলনে যেহেতু নীতিমালা অনুযায়ী কেন্দ্রীয় কমিটি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার অনুমোদন দিয়েছে তাই এটিই বৈধ কমিটি। অন্য কোনো জেলা কমিটি থাকতে পারে না। থাকলে সেটি অবৈধ।'
অপরদিকে, গত ২৩ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি স্বাক্ষরিত ওমর ফারুক বিপ্লবকে সভাপতি ও রাশেদ খান মেননকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
সংবাদ সম্মেলনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মাসুদ পারভেজ, তথ্য গবেষণা সম্পাদক মো. শামীম আল মামুন ও আইন হিসাব ও নিরীক্ষা সম্পাদক তিথি আহমেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ