সিরাজগঞ্জ শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে মাসব্যাপী আয়োজিত কৃষি, শিল্প ও বাণিজ্য মেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল্লাহ মোল্লা (৩২) নামে এক দর্শনার্থী তাঁত শ্রমিক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে মেলা অভ্যন্তরে এ ঘটনা ঘটে। মেলার অভ্যন্তরে এমন ছিনতাইয়ের ঘটনায় দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত আব্দুল্লাহ মোল্লা সদর উপজেলার রান্ধুনীবাড়ী গ্রামের মৃত শামসুল মোল্লার ছেলে।
আহত আব্দুল্লাহ মোল্লার ভাতিজা আব্দুল মমিন জানান, রাতে চাচা-ভাতিজা টিকিট কেটে মেলায় প্রবেশ করে। এরপর মেলা পরিদর্শনের এক পর্যায়ে মেলার পূর্বপার্শ্বে প্রাকৃতিক কাজ সারার জন্য গেলে ২ যুবক তার চাচাকে ছুরিকাঘাত করে একটি মোবাইল সেট ও নগদ ৬শ’ টাকা ছিনিয়ে নেয়।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, তার বুকের ডান পাশে এবং হাতের ২টি আঙ্গুলে ছুরিকাঘাত করা হয়েছে। অস্ত্রপাচার করা হয়েছে। তবে এখনও সে শঙ্কামুক্ত নয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, শনিবার দুপুর পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে আহতদের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব