এখন শুধু রাতে নয় দিনের বেলায়ও পুরুষশূন্য পুরো এলাকা। মাদারীপুর জেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম খাতিয়ালে সংর্ঘষকারীর দুই পক্ষের পরিবারসহ পার্শবর্তী এলাকার লোকজন এখন আতঙ্কে জীবন-যাপন করছে। একদিকে পুলিশের ভয় অপর দিকে প্রতিপক্ষের লোকজনের হামলার ভয়। সব মিলিয়ে চরম দুর্ভোগ ও আতঙ্কে কাটছে ওই গ্রামের লোকজনের।
শনিবার সরেজমিনে দেখা গেছে, দু’পক্ষের সংর্ঘষে দু’পক্ষের পরিবারের ঘর-বাড়ি ভাংচুর, কারো বাবা, কারো ভাই, কারো আত্মীয়-স্বজন গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। এলাকায় কোন মটরসাইকেলের শব্দ পেলে বা নতুন কোন মানুষ এলাকায় দেখলেই শিশু, বৃদ্ধ, নারী সব বয়সী মানুষের মাঝে পালানোর জন্য ছোটাছুটি শুরু হয়ে যাচ্ছে।
পারভীন বেগম নামে এক নারী জানান, ‘রাতের বেলায় আমরা চরম আতঙ্কে থাকি। পুরুষ মানুষ বাড়িতে থাকতে পারে না পুলিশ ও প্রতিপক্ষ লোকজনের হামলার ভয়ে। বাড়িতে এখন বাজার করারও কেউ নেই।’
উলেখ্য, খাতিয়াল উচ্চ বিদ্যালয়ের গত ২২শে ফেব্রয়ারি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে ও পূর্ব শুত্রুতার জের ধরে বিল্লাল জমাদ্দার ও ইগুল মল্লিকসহ তার দল প্রতি পক্ষ আলমগীর মাতুব্বর পক্ষের লোকজন উপর হামলা করে। এসময় ১২টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া যায়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমদাদুল হক বলেন, মামলার তদন্ত ও আসামি ধরার অভিযান অব্যাহত আছে। তিনি আরও বলেন, এলাকায় তো কোন আসামি নেই। আমরা সকল অপরাধীকেই আইনের আওতায় আনার চেষ্টা করছি।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব