বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় কোরবান আলী (৪৫) নামে স্কুলের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কোরবান আলী (৪৫) উপজেলার লাহিড়ী মোহনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের বাসিন্দা ।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গণি জানান, সকালে মোটর সাইকেলযোগে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি ট্রাক শিক্ষক কোরবান আলীকে মোটরসাইকেলসহ চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উল্লাপাড়া কেয়ার হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। নিহতের লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব