নেত্রকোনা প্রতিনিধি পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের পুরোহিত হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ কল্যাণ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের ছোট বাজার স্থানীয় শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে পৌর শহরের সকল পুরোহিতসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ কল্যাণ ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি শীতাংশু বিকাশ আচার্যয, সম্পাদক সুব্রত রায় মানিক, সাংগঠনিক তরুণ কুমার বিশ্বাসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সারাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন ও পুরোহিত হত্যাকারীদেও দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ