সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৪ টি কাভার্ড ভ্যান ভর্তি ৭৬ টন ভারতীয় মার্বেল পাথর জব্দ করেছে। জব্দকৃত মার্বেল পাথরের মূল্য প্রায় ৬ কোটি টাকা। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে মার্বেল পাথরগুলো জব্দ করা হয়। তবে বিজিবি এ সময় কাউকে আটক করতে সক্ষম হয়নি।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আরমান হোসেন পিএসসি জানান, ভারত থেকে বিপুল পরিমান মার্বেল পাথর এলসি জালিয়াতির মাধ্যমে ভোমরা স্থল বন্দর দিয়ে আমদানি করা হচ্ছে এমন খবরে ভোমরা বিওপির হাবিলদার হুমায়ুন কবিরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাঁশকল এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪ টি কাভার্ড ভ্যান ভর্তি ৭৬ টন মার্বেল পাথর জব্দ করা হয়। বিজিবি'র উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপারসহ অন্যরা পালিয়ে যায়। জব্দকৃত মার্বেল পাথরের মূল্য আনুমানিক ৬ কোটি টাকা বলে বিজিবি'র পক্ষ থেকে জানানো হয়।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ