আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হকের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে প্রতারণার এক মামলার আসামি গ্রেফতার হয়েছে। গতরাতে কসবা পুরাতন বাজার এলাকা থেকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মো. সাইয়েদুল ইসলাম সাজিদ নামে এক আসামিকে গ্রেফতার করেছে। আইনমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে প্রতারণা করার দায়ে কসবা থানায় ৩ জনের বিরুদ্ধে গত বছরের ৩ অক্টোবর আইন মন্ত্রীর এপিএস এড. রাশেদুল কাওসার ভুইয়া জীবন মামলা র'জু করেন। আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউপির আজাদ মিয়া (২৫), খাড়েরার মো. সাইয়েদুল ইসলাম সাজিদ (৩৮) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মো. আবুল হাশেম (৬৫)।
মামলা দায়ের পরপরই আবুল হাশেমকে পুলিশ গ্রেফতার করে। আজাদ ও সাজিদ পলাতক থাকায় পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারেনি। অবশেষে শুক্রবার রাতে কসবা পুরাতন বাজার এলাকা থেকে কসবা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মো. সাইয়েদুল ইসলাম সাজিদকে গ্রেফতার করে। কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন গ্রেফতারের কথা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ