দিনাজপুর সদরের লক্ষীতলা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ জন গুরুতরসহ আরও ১১ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের দিনাজপুর সদরের লক্ষীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক জেলার চিরিরবন্দরের বড় বাউল এলাকার মৃত অবিনাশ চন্দ্র রায়ের ছেলে দিনেশ চন্দ্র রায়(৫০) এবং তার স্ত্রী শ্যামলতা (৪৫)।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানায়, গুরুতর আহত বাস চালক সাকিব (৪৮), মালতি(৬০), আব্দুর রশিদ(৪০), ফিরোজ(৩২), আবু তাহের(৩৫) ও দুলাল(৩৫) চিকিৎসাধীন রয়েছে। বাকী আহতরা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ওয়াদুদ হোসেন সাংবাদিকদের জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী বাবলু এন্টারপ্রাইজের একটি কোচ দিনাজপুর সদরের লক্ষীতলায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী দম্পতি দিনেশ চন্দ্র রায় ও শ্যামলতা ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে গাছের সঙ্গে ধাক্কা লাগলে চালকসহ ১১ জন আহত হয়। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব