টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী র'হুল আমীন নামে এক কলেজ ছাত্র নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে। আজ শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সুমনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রুহুল আমীন মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর গ্রামের মো. রফিক মিয়ার ছেলে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে রুহুল আমীন তার ফুপাতো ভাই সুমনকে নিয়ে মোটরসাইকেল যোগে মির্জাপুর বাইপাসে এসে দাঁড়ায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কে মোটরসাইকেল নিয়ে অপেক্ষমান রুহুলকে চাপা দিলে তারা গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার রুহুল আমীনকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
এ ব্যাপারে মির্জাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অজয় দে বলেন, 'আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।' নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ