ব্রাহ্মণবাড়িয়ায় তানিয়া আক্তার (৩০) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর উপর এসিড নিক্ষেপকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে একটি সংগঠন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা সাংসদের কমান্ডার হারুন-অর-রশিদের সভাপতিত্বে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের সভাপতি পিযুষ কানিত্ম আচার্য, সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, স্থানীয় পত্রিকর সম্পাদক ইব্রাহিম খান সাদত, ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কানি্ত দত্ত, ব্রাহ্মণবাড়িয়া খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটে কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক হারুন অর রশিদ প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে শহরের শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় স্বামীর বাড়িতেই তানিয়ার আক্তার নামে এক গৃহবধূকে এসিডে ঝলসে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গৃহবধূর স্বামী শেখ নজরুল ইসলামকে গ্রেফতার করেছে। গৃহবধূর মামা গোলাম মহিউদ্দিন তিনজনসহ অজ্ঞাতনাম কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
তানিয়ার মুখের বাম পাশ, কানের নিচের অংশ, ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে পুড়ে গেছে। তার শরীরের প্রায় ৩২ শতাংশ ঝলসে গেছে। তানিয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ