নওগাঁর আত্রাইয়ে জহুরুল ইসলাম (৩৫) নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরে নওগাঁর আত্রাই-কালিগঞ্জ সড়কের পাশে উপজেলার বাঁকা গ্রামের নিকট থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ভ্যান চালক পাশের রানীনগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
আত্রাই থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, রাতের কোনো এক সময় দুর্বৃতরা তাকে হত্যা করে সেখানে লাশ ফেলে রেখে যেতে পারে। সকালে এলাকার লোকজন দেখে পুলিশে খবর দেয়ার পর পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ণ রয়েছে।
তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ