বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী এলাকায় নির্মানাধীন একটি ফিলিং ষ্টেশনের ছাঁদ ধ্বসে পড়ে ১২ শ্রমিক আহত হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর এমদাদুল হক, আমিনুর রহমান, মো. শামীম, আ. রহমান, সবুর হাওলাদার, মো. মিজান, মোখলেছ ও জুয়েলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আগৈলঝাড়ার ফুল্লশ্রী এলাকায় গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি সান্টু ভূঁইয়ার মালিকানাধীন একটি ফিলিং স্টেশনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিলো। এ সময় নিচের খুঁটি দেবে গিয়ে নির্মানাধীন ছাদের আংশিক ধ্বসে পড়ে। এতে ১২ শ্রমিক আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত এমদাদুল হককে বরিশাল শেবাচিম হাসপাতালে এবং ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ