অপহরণের এক সপ্তাহ পর বগুড়ার আদমদিঘি উপজলার সান্তাহার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী শামীমকে আটক করা হয়েছে।
শামীম উপজেলার তালসন গ্রামের শামসুল ইসলামের ছেলে। গত শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে।
আদমদিঘি থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই শাহীন রেজা বলেন, গত ২২ ফেব্রুয়ারি উপজেলার তালসন গ্রামের ইমাম হোসেন পিন্টুর মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে একইগ্রামের ট্রাকচালক শামীম অপহরণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন