সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি লেপ-তোষক কারখানার তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনের মালামাল ভস্মীভূত হয়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার বিকেল চারটার দিকে উপজেলার রেলওয়ে স্টেশন (আরএস) এলাকায় মল্লিকা সিনেমা হলের পাশে ভাই-ভাই গার্মেন্টেসের তুলার গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
উল্লাপাড়া ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর দিয়ানাতুল হক দিনার জানান, তুলা পাম্প করার বিদ্যুত চালিত মেশিনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করা হয়।
ভাই ভাই গার্মেন্টেসের প্রোপাইটর আল-আমিন হোসেনের দাবি করেছেন অগ্নিকান্ডের ঘটনায় তার প্রায় ৮/১০ লাখ টাকার মামলার পুড়ে গেছে।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন