কুমিল্লার চৌদ্দগ্রামে রবিবার দুপুরে পানিতে ডুবে মো. ইব্রাহিম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মুন্সিহাট ইউনিয়নের বারাইশ গ্রামের সিএনজি চালক তাজুল ইসলামের ছেলে।
জানা গেছে, ইব্রাহিম খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুজির পর তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ