রাজশাহীর দুর্গাপুরে পরকীয়ায় বাধা দেওয়ায় বিষ মেশানো খাবার খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে মুনজুয়ারা বেগম নামের এক নারীর বিরুদ্ধে। নিহতের নাম শফিকুল ইসলাম (৪৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার বাশাইল গ্রামে। এ ঘটানায় স্ত্রীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বাশাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী মুনজুয়ারা বেগমের সঙ্গে একই গ্রামের আসলাম উদ্দিনের প্রায় দুই বছর ধরে পরকীয়ার সম্পর্ক চলে আসছিলো। এ নিয়ে শফিকুল প্রতিবাদ জানিয়ে আসলেও কোনো লাভ হয়নি। উল্টো তার সংসারে বিবাদ লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে স্ত্রী মুনজুয়ারা বেগম প্রেমিক আসলাম উদ্দিনের কথামত শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে রাখে। এরপর ওই খাবার রাতে শফিকুলকে খাওয়ায় মুনজুয়ারা।
খাবার খেয়ে শফিকুল ইসলাম রাতে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রবিবার সকালে তার বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে শফিকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ খবর ছড়িয়ে পড়লে স্ত্রী মুনজুয়ারার প্রেমিক আসলাম উদ্দিন এলাকা থেকে পালিয়ে যায়। পরে দুর্গাপুর থানা পুলিশ খবর পেয়ে শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রীকে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় দুর্গাপুর থানায় শফিকুলের বাবা বেরাজ উদ্দিন বাদী হয়ে মুনজুয়ারা ও আসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চক্রবর্তী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। লাশ সোমবার ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুনজুয়ারা এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে ওসি জানান।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ