রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে এক ব্যক্তি খুন হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার লতিফপুর ইউনিয়নের রশীদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল মাসুদ (৪০) উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, কয়েকদিন আগে রশীদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াজকে জোর করে বিয়ে দেন একই এলাকার মমতাজ উদ্দিন। এ ঘটনার জের ধরে রবিবার সন্ধ্যায় মমতাজের সঙ্গে দুলাল মিয়ার ঝগড়া বাধে। ঝগড়া থামাতে যান আব্দুল্লাহ আল মাসুদ। এসময় কে বা কারা আব্দুল্লাহ আল মাসুদের মাথায় দা দিয়ে কোপ মারে।
ঘটনাস্থলেই আব্দুুল্লাহ আল মাসুদের মৃত্যু হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এরা হলেন-মমতাজ উদ্দিন (৫৫), তার স্ত্রী শেফালী বেগম(৪৩), পুত্রবধূ লতা বেগম(২৪), ছেলে মাজেদুল ইসলাম (২২), রানা ও দুলাল মিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ