লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় শহরের মধ্য বাঞ্চানগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্য থেকে চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের কাছ থেকে জানা যায়, স্থানীয় ওয়েলকাম কমিউনিটি চাইনিজ রেস্টুরেন্টের মালিক মো. ইউসুফ হোসেন টিপু গং ও ওয়ার্ড যুবলীগের সভাপতি আরমান হোসেন গং- এর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সন্ধ্যায় আরমানরা ইউছুফদের ওয়াল ভাঙতে গেলে দু'পক্ষের সংঘর্ষ হয়। এতে ইউসুফ হোসেন টিপু, আনোয়ার হোসেন, রবিন হোসেন, ইছমাইল হোসেন, আরমান হোসেন, জিকু, সামিয়া সুলতানা স্বপ্না, রিনা আক্তারসহ উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।
এর মধ্যে ইউসুফ হোসেন টিপু, তার ভাবী সামিয়া সুলতানা, ভাই আনোয়ার হোসেন ও অপর পক্ষের মো. ইউছুফের অবস্থা গুরুতর বলে কর্তব্যরত চিকিৎসক সোয়াইব হোসেন জানান। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ