জয়পুরহাট পৌর শহরের ৪টি দোকানে অভিযান চালিয়ে পর্ণো ভিডিও বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকাল বিকেল সাড়ে ৫টায় শহরের রেলগেট ও মসজিদ মার্কেটে পৃথক অভিযান চালিয়ে পর্ণো ভিডিওসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন জয়পুরহাট পৌর শহরের স্থায়ী বাসিন্দা ও কম্পিউটার মাল্টি মিডিয়া ব্যবসায়ী রিংকু, রাইহান, রাব্বী ও শাহরিয়ার রাজ।
জয়পুরহাট র্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, আটক যুবকরা দীর্ঘদিন ধরে মাল্টিমিডিয়া ব্যবসার আড়ালে তরুণদের মাঝে পর্ণো ভিডিও বিক্রি করে আসছিলেন। এরই সুবাদে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে শহরের রেলগেট ও মসজিদ মার্কেটে অভিযান চালায় র্যাব। এ সময় তাদের কম্পিউটার পিসিতে পর্ণো ভিডিও দেখতে পেলে র্যাব তাদের আটক করে পিসিগুলো জব্দ করে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে ‘পর্ন ভিডিও অ্যাক্ট কন্ট্রোল ২০১২’ আইনে ব্যবসায়ী রিংকু, রাইহান, রাব্বী ও শাহরিয়ার রাজের বিরুদ্ধে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেছে।
পর্ণো ভিডিও ব্যবসায়ী আটক ও থানায় মামলার বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সিরাজুল ইসলাম।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ