কক্সবাজারে ২ হাজার ৭৮০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতরাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন জাফর আলমের ছেলে মো. শফি (৩২) ও ছৈয়দ আহমদের ছেলে আব্দুর শুক্কুর (৩৮)। তারা দুজনেই টেকনাফের মধ্যম হ্নীলার সাতঘরিয়া পাড়া নয়াবাজার এলাকার বাসিন্দা।
কক্সবাজার সদর থানার ওসি আসলাম হোসেন জানান, জুতার ভেতর অভিনব কৌশলে ইয়াবাগুলো লুকানো ছিল। শহরের বার্মিজ মার্কেট এলাকার হোটেল এশিয়ার ২য় তলার ২০৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়। অঅজ সোমবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ