নেত্রকোনা বড় স্টেশন এলাকার রেল কলোনীর সামনে ট্রেনে কাটা পড়ে আজ সকালে এক নারীর মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে অজ্ঞাত এই নারী কাটা পড়েন। সকালে ট্রেনটি বড় স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় রেলকলোনী এলাকায় পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন চলে যাওয়ার পর রেল সড়কে লাশ পরে থাকতে দেখে অসংখ্য মানুষ ভিড় জমায় লাশ দেখতে। কিন্তু লাশের সঠিক পরিচয় পাওয়া যায়নি। পরে ময়মনসিংহ থেকে জি আির পি পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ